Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউপি সচিবের দায়িত্ব ও কর্তব্য

সচিবের দায়িত্ব ও কর্তব্যসমূহঃ    


ক. চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সভার আলোচ্যসূচী প্রস্তুতকরণ ও সভার নোটিশ জারি;
খ.সভার কার্যবিবরণী লিপিবদ্ধকরণ ও উহাতে সভার সভাপতির স্বাক্ষর গ্রহণ;
গ.সভার কার্যবিবরণীর কপি সংরক্ষণ;
ঘ. স্থায়ী কমিটির সুপারিশসমূহ পরিষদের পরবর্তী সভায় উপস্থাপন;
ঙ.পরিষদের বার্ষিক বাজেট প্রণয়ণে চেয়ারম্যানকে সহায়তা প্রদান;
চ.নিরীক্ষা আপত্তি ও পরিষদ হিসাবের উপর প্রদত্ত পর্যবেক্ষণের জবাব প্রস্তুতকরণে চেয়ারম্যানকে সহায়তা প্রদান;
ছ.পরিষদ কর্মচারীদের চাকরী বহি রক্ষণাবেক্ষণ;
ঝ. পরিষদ সভা এবং স্থায়ী কমিটির সভায় অংশগ্রহণ;
ঞ.চেয়ারম্যানের তত্ত্বাবধানে সরকারী অফিসের জন্য প্রযোজ্য নিয়ম ও পদ্ধতি অনুসরণপূর্বক পরিষদের সকল নথি,দলিলাদি,রেজিস্টার বা অনুরূপ কাগজাদি হেফাজতকরণ ও সংরক্ষণ;
ট.ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কার্যক্রমের সমন্বয় সাধন; এবং
ঠ. সরকার, পরিষদ এবং চেয়ারম্যান কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন।